দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সর্ব দক্ষিণের জনপদ পুঁইছড়ির ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ পুঁইছড়ি ইজ্জতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের উদ্যোগে আয়োজিত ২০২৫-২০২৬ এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, অভিষেক ও মতবিনিময় সভা চট্টগ্রাম নগরীর এক কনভেনশন হলে সফলভাবে সম্পন্ন হয়।
৯২ ব্যাচের শিক্ষার্থী ও সংগঠনের নবনির্বাচিত সভাপতি নূরুল হোসাইনের সভাপতিত্বে ও ২০১৬ ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শাহাদাত ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক শিক্ষক জাফরুল আলম জহির, সংকর নাথ দেব সিকদার। বক্তব্য রাখেন প্রাক্তন পরিষদের উপদেষ্টা মীর কাসেম, জামাল ছত্তার, ওসমান গণি,সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ মোরশেদুর রহমান,সহ-সভাপতি আব্দু রাজ্জাক,সহ সভাপতি জুনাইদুল হক,অর্থ সম্পাদক মোঃ শহীদুল আলম,সহ অর্থ সম্পাদক কামাল উদ্দিন, নির্বাহী সদস্য ছলিম উল্লাহ,সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক এইচ এম এরশাদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবছার উদ্দিন নাসির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মোমেন,সহ ছাত্র কল্যাণ বিষয় সম্পাদক মোহাম্মদ নাসির,রবিউল আলম সিকদার, মহিলা বিষয়ক সম্পাদক নাহিদা ফারজানা চুমকি,যুগ্ম সাধারণ সম্পাদক সরওয়ার আলম সহ্ সংগঠনের সকল সদস্য বৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে ৬১ জনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।