চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়ার কৃতীসন্তান, প্রবীণ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও বীরমুক্তিযোদ্ধা আলহাজ জাকারিয়া সিদ্দিকী চৌধুরী ইন্তেকাল করেছেন।২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার রাতে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দুই ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন।
মৃত্যুর পরপরই প্রথম জানাজা অনুষ্ঠিত হয় ২২ সেপ্টেম্বর রাত ১০টায় কালামিয়া বাজার হাটখোলা ব্রিজ সংলগ্ন রমজান আলী জামে মসজিদ প্রাঙ্গণে। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ২৩ সেপ্টেম্বর সকাল ১১টায় তাঁর প্রিয় শিক্ষাঙ্গন বাহারছড়া উচ্চ বিদ্যালয় মাঠে।আলহাজ জাকারিয়া সিদ্দিকী চৌধুরী ছিলেন একজন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী।
তিনি বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে শিক্ষা বিস্তারে অনন্য অবদান রাখেন। এছাড়া তিনি কাথারিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ছিলেন। মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে তিনি সক্রিয়ভাবে অংশ নেন এবং মুক্তিকামী শক্তির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। রাজনীতির ক্ষেত্রেও তিনি দীর্ঘ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাথে যুক্ত থেকে জনসেবামূলক কাজে নিজেকে নিয়োজিত রাখেন।ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিতপ্রাণ।
শিক্ষাবিদ আলহাজ জাকারিয়া সিদ্দিকী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন বাংলাদেশ-এর সভাপতি ও ইতিহাসের পাঠশালা-এর পরিচালক সোহেল মো. ফখরুদ-দীন। তিনি এক শোকবার্তায় বলেন,> “আলহাজ জাকারিয়া সিদ্দিকী ছিলেন একাধারে শিক্ষানুরাগী, মুক্তিযোদ্ধা ও সমাজের আলোকবর্তিকা। তাঁর প্রয়াণে বাঁশখালী তথা চট্টগ্রামের শিক্ষা ও সমাজে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।” তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন— যেন তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমীন।