• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ; কে কী প্রতীক পেলেন?

রিপোর্টার নাম: / ৬৪ শেয়ার
আপডেট: সোমবার, ২০ মে, ২০২৪

৪র্থ ধাপে আগামী ৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪। এতে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিনপদে ১৫ জন প্রার্থী ছিল মাঠে ময়দানে কিন্তু মোজাম্মেল হক সিকদার নামে এক চেয়ারম্যান প্রার্থী স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিলে মোট প্রার্থী হয় ১৪ জন । ২০ মে (সোমবার) সকাল ১১ টা থেকে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু করেন।

প্রতীক পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রার্থী, সমর্থকবৃন্দের উচ্ছ্বাস ছিল চোখের পড়ার মত, পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট চেয়ে করা পোস্টে নিউজ ফিড ছেয়ে যায়। পাশাপাশি এলাকায় শুরু হয়েছে, মাইকিং গণসংযোগ। প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম পেয়েছে (দোয়াত কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র শেখ ফখরুদ্দীন চৌধুরী (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমরানুল হক(আনারস), চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস, দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহিদুল হক চৌধুরী মার্শাল পেয়েছে (মোটর সাইকেল) প্রতীক।
অপরদিকে ভাইস-চেয়ারম্যান পদে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আক্তার হোসাইন পেয়েছে (তালা), বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সদস্য আরিফুজ্জামান আরিফ (চশমা), ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ মালেক মানিক (উড়োজাহাজ), বাঁশখালী উপজেলা কৃষকলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় আম্পায়ার আরিফুর রহমান সুজন (টিয়া পাখি), বাঁশখালী উলামা পরিষদের প্রচার সম্পাদক মোহাম্মদ ওসমান গণী (মাইক), সাবেক ছাত্র নেতা ইমরুল হক চৌধুরী ফাহিম (টিওবওয়েল), চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হোছাইন পেয়েছে (বই) প্রতীক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা পরিষদের বর্তমান (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি, জেলা মহিলা আ’লীগের সদস্য ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাবেক কারা পরিদর্শক রেহেনা আকতার কাজমী পেয়েছেন (কলসি), সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ও সাবেক কারাপরিদর্শক ইয়ামুন নাহার (প্রজাপতি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার নুরী পেয়েছে (ফুটবল) প্রতীক।
বাঁশখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন।

প্রসঙ্গত, বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালী উপজেলায় একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের মোট ১১৫টি ভোট কেন্দ্রের ৮৫৬টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৪ জন। তন্মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩ শত ২১জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫ শত ৮১জন, তৃতীয় লিঙ্গের (হিজরা) ভোটার রয়েছে ৪জন।


আপনার মতামত লিখুন :

One response to “বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন ; কে কী প্রতীক পেলেন?”

  1. Gias Uddin Ajad says:

    ভোটের যাতায়াত খরচ যে দিবে,ভোট তাকেই দিবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?