• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হান্নান হুজুরের মুকুটে আরো একটি পালক

রিপোর্টার নাম: / ২২ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

তিনি দক্ষিণ চট্টগ্রামের আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বখতিয়ার পাড়া চারপীর আউলিয়া  মাদ্রাসার অধ্যক্ষ। না, এইটুকুতেই তিনি থেমে থাকার পাত্র নন, তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, জনপ্রিয় টিভি আলোচক, শিক্ষক নেতা, আবার শিক্ষায় প্রযুক্তির ব্যবহারে সমান পারঙ্গম। তার স্বীকৃতি স্বরুপ তাকে দক্ষিণ এশিয়ার বৃহত্তম শিক্ষক প্ল্যাটফর্ম  শিক্ষক বাতায়নের জেলা অ্যাম্বাসেডর এর গৌরবে সিক্ত করেন এটুআই। সব্যসাচী শিক্ষাবিদ, ধর্মীয় আলোচক এই গুণী ব্যক্তি শিক্ষক সমাজে তুমুল জনপ্রিয় কাজী মোহাম্মদ আবদুল হান্নান হুজুর । সম্প্রতি তিনি আরো একটি স্বীকৃতির গৌরবে গৌরবান্বিত হয়েছেন।  গতকাল সরকার নিয়ন্ত্রিত “শিক্ষক বাতায়ন” কর্তৃপক্ষ সারা বাংলাদেশের মধ্যে তাকে  #সেরা_নেতৃত্ব মনোনীত করেছেন। উল্লেখ্য যে, ২০২০ সালে তিনি চট্টগ্রাম জেলা শিক্ষক অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন।
▪️যেভাবে সেরা নেতৃত্ব কীভাবে মনোনয়ন হয়: বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় কলেজ ও মাদ্রাসার প্রধানগণ তাঁর প্রতিষ্ঠানে উন্নত, যুগোপযোগী  শিক্ষা ব্যবস্থার জন্য তিনি  কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কীভাবে বাস্তবায়ন করেছেন তার উপর কয়েকটি ডকুমেন্টারি তৈরি করে প্রায় ছয় লক্ষ শিক্ষকের ওয়েব পোর্টাল “সরকারি শিক্ষক বাতায়নে” আপলোড দিতে হয়।
১৫ দিন পর a2i কর্তৃপক্ষ  চুল-ছেঁড়া যাচাই-বাছাই ও বিশ্লেষণের পর সারা দেশে থেকে একজন প্রতিষ্ঠান প্রধানকে সেরা নেতৃত্বের জন্য মনোনীত করেন।
▪️শিক্ষক বাতায়ন কী?
শিক্ষক বাতায়ন হলো- সারা দেশের প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকগণের সরকার নিয়ন্ত্রিত বিজ্ঞ,প্রাজ্ঞ,স্কলার প্রায় ৬ লক্ষ শিক্ষকের একটা ওয়েব পোর্টাল। যার মধ্যে সম্মানিত শিক্ষকগণ কন্টেন্টসহ শিক্ষা সংশ্লিষ্ট যাবতীয় তথ্য-উপাত্ত  এখানে আপলোড করেন এবং যার যার প্রয়োজনমত ডাউনলোড করে নিজেকে শানিত ও প্রাজ্ঞ করেন। উল্লেখ্য যে, শিক্ষকদের মোটিভেশন এবং রিকগনিশনের জন্য শিক্ষক  বাতায়ন চারটি ক্যাটাগরিতে (সেরা নের্তৃত্ব, সেরা কনটেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক এবং সেরা অনলাইন পারফর্মার  শিক্ষক মনোনীত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?