করোনার কাছে অকালেই হেরে গেলেন কালীপুর ইউনিয়নের পূর্বপালেগ্রাম মৃত মোহাম্মদ আমিনের ২য় সন্তান মোহাম্মদ ইব্রাহিম (৩০)। আজ সকাল ৯: ৩০ মিনিটে নগরীর একটি বেসরকারী হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
(ইন্নালিল্লাহি……. রাজেউন) ব্যক্তিজীবনে সৎ ও পরীশ্রমী মোহাম্মদ ইব্রাহিম স্বদেশ ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। চ্ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এ ছাত্র বাঁশখালী ছাত্র পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। গত ২৪ জুলাই থেকে উনি জ্বর সহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর ৮ মাস বয়সী এক কন্যা সন্তান, এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
তাঁর মৃত্যুতে বাঁশখালী এক্সপ্রেস পরিবার গভীরভাবে শোকাহত।