বাঁশখালীস্থ অগ্রণী পাঠাগার [রেজি:চট্ট/চট্ট ১৪(১১)২০১১] এর ২০২৫-২৬ কার্যবছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে এক সভা সম্প্রতি নগরীর সাইন্স ফিলিক কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী পাঠাগারের প্রতিষ্ঠাতা ও হাজিগাঁও অগ্রণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. শওকত আউয়াল চৌধুরী, ক্লাবের প্রাক্তন সভাপতি মাসুদ-উল-কবির, শফিউল আজম শাওন, হারুনুর রশিদ, শওকত মুহিত চৌধুরী, মঈনুল আজীম সোহেল, পাঠাগারের সাবেক সভাপতি মো. সোহরাব হোসেন শিহাব ও ক্লাব সভাপতি মো. খোরশেদ আলম।
[irp posts="80012" ]
সভায় সর্বসম্মতিক্রমে মো. সোহরাব হোসেন (আকাশ) ও এস. এম. মিজবাহ কে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি -আবদুল্লাহ আল মাহমুদ রিমন, সহ সাধারণ সম্পাদক -আজিজুল হক জিকু, অর্থ সম্পাদক -সৈয়দ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক- এহছানুল হক রিফাচ, তথ্য ও প্রচার সম্পাদক -রিদুয়ানুল ইসলাম, অফিস সম্পাদক -নেজামুল হক, কার্যনির্বাহী সদস্য মঈনুল আজীম সোহেল, জামশেদুল ইসলাম সোলাইমানী, মাকসুদুর রহমান, জিয়াত উদ্দিন, ইমরুল ইসলাম রিপন, শাহেদুল ইসলাম ও মাহমুদ বিন সাকি।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020