আশেকানে আউলিয়া মাদ্রাসা, আশেকানে আউলিয়া সরকারী ডিগ্রী কলেজ, আশেকানে আউলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও আহলে সুন্নাত ওয়াল জামা'আত বায়েজিদ থানা শাখার প্রধান উপদেষ্টা, প্রবীণ আলেমেদ্বীন,পীরে ত্বরিকত অধ্যক্ষ আল্লামা খাইরুল বশর হক্কানি ৭ সেপ্টেম্বর সকালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের নামাজে জানাযা (৭ সেপ্টেম্বর মঙ্গলবার) রাত ৯ টায় আশেকানে আউলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। নামাযে জানাযায় সর্বস্তরের হাজার হাজার মানুষের ঢল নামে।
নামাযে জানযার পূর্বে আলোচনায় বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, আল্লামা হক্কানী ছিলেন একজন প্রাজ্ঞ আলেমেদ্বীন, মাদ্রাসা, স্কুল, কলেজ, খানেকাহসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও হাজারো আলেমের শিক্ষাগুরু। আহলে সুন্নাতের এ অতন্দ্র প্রহরীকে হারিয়ে মুসলিম মিল্লাতের আজ অপূরণীয় ক্ষতি হয়ে গেল।এ বটবৃক্ষের শূণ্যতা কখনো পূরণ হবার নয়। বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহপাকের দরবারে তাঁর রফে দারাজাত কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020