
বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী পুঁইছড়ি ইউজিতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কান্তি দেবনাথকে এক আবেগঘন বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হুদা মিদ্দিকীর সভাপতিত্বে ও সংবর্ধনা অনুষ্ঠানের আহবায়ক অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মধুমতী ব্যাংকের জোনাল ম্যানেজার এইচ.এম. এরশাদুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপিং কর্পোরেশন এর জিএম ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জনাব ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী। এতে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।
বক্তব্যে জনাব ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান চৌধুরী বলেন, “জনাব সুনীল কান্তি দেবনাথের নিষ্ঠা, মমত্ববোধ ও দীর্ঘ শিক্ষাজীবনের অবদান শিক্ষার্থীদের হৃদয়ে আজীবন অম্লান হয়ে থাকবে। তাঁর দেয়া শিক্ষা আমাদের আলোর পথ দেখিয়েছে। তার অবসর জীবন সুন্দর ও ভাল কাটুক”
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষককে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020