• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান

রহিম সৈকত / ১৮৩ শেয়ার
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

আইসিবি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ব্যাংকার ও বাঁশখালীর কৃতীসন্তান মোহাম্মদ আবদুল মান্নান। তিনি এর আগে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক পিএলসি ও সোস্যাল ইসলামী ব্যাংক পিএলসিসহ দেশের শীর্ষ ব্যাংকসমূহের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখায় সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

কর্মজীবনে বিভাগীয় প্রধান, সহ-বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক ও ডিপার্টমেন্ট ইনচার্জসহ গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার পরিচয় দেন। তিনি শাখা ব্যবস্থাপনা, জেনারেল ব্যাংকিং, বিনিয়োগ, বৈদেশিক বাণিজ্য, এসএমই ও কর্পোরেট ব্যাংকিং এবং ইসলামী ব্যাংকিং– প্রতিটি ক্ষেত্রেই সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

মোহাম্মদ আবদুল মান্নান ১৯৯৪ সালে এসএসসি, পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ২০০০ সালে অনার্স ও ২০০১ সালে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। ১৯৭৮ সালের ২৫ ডিসেম্বর তিনি বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের কোটপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা আলহাজ্ব মোহাম্মদ নুরুচ্ছফা এবং মা মোছাম্মাৎ রাবেয়া খাতুন।

ছাত্রজীবন থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং ব্যাংকিংয়ের আগে একজন দক্ষ ও জনপ্রিয় ইংরেজি শিক্ষক হিসেবে পরিচিতি পান।তিনি ২০০৬ সালে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৭ সালে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজে ইংরেজি প্রভাষক হিসেবে যোগদান করে অল্প সময়েই ইংরেজি বিষয়ের জনপ্রিয় অধ্যাপক হিসেবে সুনাম অর্জন করেন।

ব্যাংকিং ক্যারিয়ারে তাঁর যাত্রা শুরু ২০০৮ সালে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মধ্য দিয়ে। পরবর্তীতে তিনি চট্টগ্রামের চকবাজার ও শাহ মোহছেন আউলিয়া শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ব্র্যাক ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বিশেষ করে প্রিমিয়ার ব্যাংকের ও. আর. নিজাম রোড শাখাকে তিনি অল্প সময়েই চট্টগ্রাম অঞ্চলের সর্বোচ্চ ব্যবসা সফল শাখায় পরিণত করেন।

২০২০ সালে তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এসএমই ও কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (এসভিপি) পদে উন্নীত হয়ে কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ অভিজ্ঞতা, পেশাগত দক্ষতা, সততা ও নেতৃত্বগুণে সমৃদ্ধ মোহাম্মদ আবদুল মান্নান আইসিবি ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম আঞ্চলিক প্রধান হিসেবে সংযুক্ত হওয়ায় সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দ ও প্রত্যাশার সুর বইছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?