শৈবাল দাশ সুমন। বাঁশখালীর ঘরের ছেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন ২১ নং জামালখান ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। সদাতৎপর ও উদ্যোমী তরুণ কাউন্সিলর হিসেবে খ্যাতি পেয়েছেন ইতোমধ্যেই। সেবাধর্মী কাজগুলো কোটি কোটি মানুষের মনোযোগ কাড়তে সক্ষম হয়েছে। সিটি করপোরেশনের তিন মৌলিক কাজ- রাস্তাঘাট নির্মাণ, বর্জ্য ব্যবস্তাপনা ও আলোকায়ন ছাড়াও ওয়ার্ড অফিসের অনেক অনিয়ম দূরীকরণ, ওয়ার্ডে অফিসের কাজে গতিবৃদ্ধি, এলাকার সৌন্দর্যবর্ধন, খেলাধুলার প্রসার ও চট্টগ্রামকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়তে কাজ করছেন তিনি। বাঁশখালী এক্সপ্রেসের নিয়মিত আয়োজন প্রজন্ম এক্সপ্রেস এপিসোডের ২৮ তম পর্বের মুখোমুখি হচ্ছেন এই তরুণ জনপ্রতিনিধি। বাংলাদেশ সময় রাত ১০ টায় তার শৈশব, বেড়ে উঠা ,সমাজ কর্ম, ইত্যাদি নিয়ে কথা হবে। সঞ্চালকের দায়িত্ব পালন করবে বাঁশখালী এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক তৌহিদ চৌধুরী। সবাইকে দেখার আমন্ত্রন রইল।