প্রতিষ্ঠালগ্ন থেকে শিক্ষা ও উন্নয়নমূলক কার্যক্রম এর মাধ্যমে আলো ছড়িয়ে যাওয়া সংগঠন আজিজ আনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে আজিজ আনোয়ারা স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান গত ২৬ মার্চ মঙ্গলবার পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সম্পন্ন হয়। এতে ৪০ জন শিক্ষার্থীর মাঝে ১,২০,০০০ টাকা নগদ অর্থবৃত্তি প্রদান করা হয়। কলেজের অধ্যক্ষ জাকের হোসাইন এর সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জমির হায়দার সঞ্চালনায় উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযুদ্ধা, অত্র কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ডা. আবু ইউসুফ চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক, শিক্ষা সংগঠক, কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আজিজ উদ্দিন হায়দার, আনোয়ারা আজিজ স্মৃতি ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আজিজ। বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক আনোয়ার হোসেন মজুমদার, অর্থনীতি বিভাগের অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মোহাম্মদ হোসেন, দর্শন বিভাগের অধ্যাপক বাবুল কান্তি দেব, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মোঃ নেজাম উদ্দিন, স্নাতক শ্রেণির শিক্ষার্থী নাহিম তালুকদার মোর্শেদ, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী খাদিজাতুল কোবরা চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020