Search
Close this search box.
Search
Close this search box.

আনোয়ারায় কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্লিনিক এর আয়োজন

অদ্য ২২/০৩/২০২২ইং  রোজ মঙ্গলবার পরৈকোড়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে কোস্ট ফাউন্ডেশনের  আয়োজনে কমিউনিটিতে ন্যায় বিচারের প্রবেশাধিকার প্রকল্পের অধীনে কমিউনিটি ভিত্তিক লিগ্যাল এইড ক্লিনিক আয়োজন করা হয়। এতে এ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্ত্তী সকলকে আইনি বিষয়ে পরামর্শ প্রদান করেন। বিশেষ করে ১। সরকারি আইনগত সহায়তা।
২। বিভিন্ন আইন ও অধিকার বিষয়ে সচেতনতা তৈরি।
৩। সমস্যা অনুযায়ী মানুষকে আইনি পরামর্শ প্রদান। এবং ৪। বিচারপ্রার্থীকে যথোপযুক্ত প্রতিষ্ঠানে রেফার অন্যতম।
লিগ্যাল এইড ক্লিনিক সফল করতে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রজেক্ট কোর্ডিনেটর দিলদার হোসেন,  পরৈকোড়া ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মালেক, ইউপি সদস্য মোঃ হোসেন, নুরনাহার বেগম, মিঙ্কু দে, সচিব এনামুল হক, কমিউনিটি প্যারালিগ্যাল টুম্পা ভট্টাচার্য, শেলি ভট্টাচার্য, হাসনাত করিম প্রমুখ।

আরও পড়ুন  তৈলারদ্বীপ সেতুতে চাঁদাবাজি বন্ধের দাবিতে মানববন্ধন