চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ৪১তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেল উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
আনোয়ারার ইউএনও মো ইশতিয়াক ইমনের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া ও শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন প্রমূখ।
সংবর্ধনাপ্রাপ্তরা হলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মুহাম্মদ মিজানুর রহমান, শুভ পাল ও মেহেদী হাসান আমজাদ, প্রশাসন ক্যাডারে মো. সাব্বির আহমেদ ও মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ। তাঁদের মধ্যে মিজানুর রহমান সারাদেশে ২য় স্থান অর্জন করেন।
আনোয়ারারইউএনও মো. ইশতিয়াক ইমন বলেন বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে তাঁদের উদ্বুদ্ধ করতে এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করতেই এ সংবর্ধনা।