বাঁশখালী পৌরসভাস্থ রংগিয়াঘোনা নিবাসী প্রফেসর এ. কে. এম জাকারিয়া সাহেবের জ্যেষ্ঠ সন্তান এডভোকেট তারেক আব্দুল্লাহ, আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিয়োগ প্রাপ্ত হন। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে উপ সলিসিটর (জিপি-পিপি) সানা মোহাম্মদ মাহরুফ হোসাইন স্বাক্ষরিত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এর গেজেট প্রকাশের মাধ্যমে তারেক আব্দুল্লাহ নিয়োগ লাভ করেন।
তারেক আব্দুল্লাহ একজন সহকারী এটর্নি জেনারেল এর পদ মর্যদায় The International Crimes (Tribunals) Act, 1973 (ACT NO.XIX OF 1973) এর Section 7(1) অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য পদের বিপরীতে সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
তার শৈশব জীবন অতিবাহিত হয় দক্ষিণ জলদী, রংগিয়াঘোনা গ্রামে, এবং শিক্ষা জীবন শুরু করেন বাঁশখালীর স্বনামধন্য প্রতিষ্ঠান রংগিয়াঘোনা মনছুরিয়া ফাজিল মাদ্রাসায়। উক্ত প্রতিষ্ঠান হইতে ২০০৬ সালে দাখিল পরীক্ষায় অবতীর্ণ হইয়া প্রতিষ্ঠানের সর্বপ্রথম জিপিএ ৫.০০ অর্জন করেন। পরবর্তীতে, একই প্রতিষ্ঠান হতে ২০০৮ সালে আলিম পরীক্ষায় অবতীর্ণ হয়েও জিপিএ ৫.০০ অর্জন করেন। পরবর্তীতে, উচ্চশিক্ষা অর্জনে প্রাচ্যর অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন। উক্ত বিদ্যাপিঠ হইতে ২০১৩ সালে কৃতিত্বের সাথে এলএলবি অনার্স এবং ২০১৪ সালে এলএলএম (মাষ্টার্স) ডিগ্রী লাভ করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে উচ্চতর ডিগ্রী লাভ শেষে পিতার ইচ্ছানুসারে এবং পারিবারিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, আইন পেশায় মনোনিবেশ করেন। তারই ধারাবাহিকতায়, সিনিয়র আইনজীবী ব্যারিষ্টার আব্দুর রাজ্জাক সাহেবের চেম্বারে যোগদেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষায় উত্তির্ণ হইয়া এডভোকেটশীপ লাভ করেন, এবং ২০২২ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশায় নিয়েজিত আছেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020