
চাকসু নির্বাচনে সহ-দফতর সম্পাদক পদে বাঁশখালীর সন্তান মোহাম্মদ সাঈদ আনোয়ার আশিক প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বার্তায় তাঁকে কেন ভোট দিবেন দাবীর পক্ষে নিজের পরিকল্পনা ও অবস্থান তুলে ধরে বলেন,
'আমি বিশ্বাস করি, সহ দপ্তর সম্পাদক শুধু কাগজপত্র বা ফাইল ব্যবস্থাপনার দায়িত্বে সীমাবদ্ধ নন — বরং এটি
এমন একটি পদ যা পুরো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক প্রশাসনিক সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে তা সমাধানের একটি সেতুবন্ধন। যা
বিশ্ববিদ্যালয়ের তথ্যব্যবস্থা, স্বচ্ছতা ও শিক্ষার্থী সেবা–কে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে পারে।
ছাত্ররাজনীতি আমার কাছে ক্ষমতার প্রতিযোগিতা নয় — বরং শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন ও ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠার মাধ্যম।
কিন্তু দুঃখজনকভাবে আমাদের দেশে ছাত্ররাজনীতি এখন ছাত্রনীতি থেকে বিচ্যুত হয়ে সহিংসতা, দলীয় আধিপত্য ও অশান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আদর্শচ্যুত হয়ে, নেতৃত্ব গড়ে তোলার পরিবর্তে বিভাজন সৃষ্টি করে।
আমি নন-পলিটিক্যাল প্রার্থী, ছাত্রনীতির ভিত্তিতে কাজ করতে চাই— যেখানে থাকবে নীতি, নৈতিকতা, সৎ সাহস ও সদিচ্ছা।এই কারণেই আমি বিশ্বাস করি, শিক্ষার্থীরা আমাকে তাদের আস্থা ও ভোটে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ।
ঐক্যের আহ্বান:এই সমস্যাগুলো— ছাত্রদল
–ছাত্রশিবির বা ডান–বাম রাজনীতির নয় — এগুলো আমাদের সবার সমস্যা।তাই নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ নিয়ে এ সমস্যাগুলোর কার্যকর সমাধানই হবে আমার লক্ষ্য।অতএব দশে লক্ষ করুন শতকে পৌঁছানো সহজ হবে, কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক পদে আমার ব্যালট নাম্বার ১০।'
মোহাম্মদ সাঈদ আনোয়ার আশিক
ইসলামিক স্টাডিজ (২০২০-২০২১)
সহ দপ্তর সম্পাদক পদপ্রার্থী (স্বতন্ত্র)
বাড়ি- সাধনপুর, বাঁশখালী
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020