Search
Close this search box.
Search
Close this search box.

আলোকিত নারী সন্মাননা পেলেন বাঁশখালীর রত্নগর্ভা মা রেজিয়া বেগম

জাতীয় শিশু কিশোর সংগঠন আমরা কুড়িঁর উদ্যোগে আজ ২৪ মার্চ বৃহস্পতিবার রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘আলোকিত নারী সম্মাননা স্মারক, ২০২২’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. এস এম এনামুর রহমান এমপি। এ ছাড়া অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্যাটেলাইট এর পরিচালক সাবেক কর কমিশনার ড. এস এম জাহাঙ্গীর আলম, বাংলা একাডেমির সচিব কবি হাসনাত লোকমান, চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, আলোকিত নারী- রত্নগর্ভা মা মিসেস রেজিয়া বেগম এবং মিঠামইন তমিজা খাতুন সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদা জাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুশতাক আহম্মদ লিটন। অনুষ্ঠানে ২৩ সফল নারীকে আলোকিত নারী সম্মাননা স্মারক দেওয়া হয়। এ সময় রত্নগর্ভা মা এর সন্মাননা দেওয়া হয় চট্টগ্রামের বাঁশখালীর সম্ভ্রান্ত পরিবার কালিপুর চৌধুরী বাড়ির মুর্তাজা পরিবারের রত্নগর্ভা মা মিসেস রেজিয়া বেগম এবং শিরিন ইসলামকে। এ ছাড়া অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক চয়নিকা চৌধুরী, বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী সোহেলা হোসেন, চলচ্চিত্র অভিনেত্রী সৈয়দা কামরুন্নাহার শাহনূর, সিনিয়র নিউজ প্রেজেন্টার লাবন্য হাসান, নারী উদ্যোক্তা সুলতানা বেগমসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীরা সন্মাননায় ভূষিত হয়েছেন।

আরও পড়ুন  পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রা শুরু করলেন কুমিল্লার আদিব