‘পরিবেশ বাঁচে তো মানুষ হাসে।
একটি গাছ,একটি নতুন প্রাণ।
আসুন গাছ লাগাই, জীববৈচিত্র্য বাড়াই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী থানার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “আলোকিত রত্নপুর” কতৃর্ক আয়োজিত বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচি- অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্টানে প্রায় ৩০০ জন ছাত্র/ছাত্রী এবং এলাকার বিভিন্ন মানুষের মাঝে এই চারা গাছগুলো বিতর করা হয়।এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত রত্নপুর এর উপদেষ্টা ইঞ্জিয়ার গিয়াস উদ্দীন জাহেদ, মাইনুল মান্নান, মুহাঃ আকবর, রত্নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা ফোরকান, আলোকিত রত্নপুরের সভাপতি, সহ-সভাপতি জাহেদুল আলম সোহেল, যুগ্ম সম্পাদক, দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক, বোরহান উদ্দীন, সহ-সাংগঠনিক সম্পাদক, সাকিবুল আলম, সহ-পাঠাগার বিষয়ক সম্পাদক, মোহাম্মদ নয়ন,সহ- প্রচার সম্পাদক, সৈয়দ হালিম,দপ্তর সম্পাদক, নেজাম উদ্দীন,সহ-ক্রীড়া সম্পাদক, সাইফুর রহমান,সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ইয়ার মোহাম্মদ, রায়হান, মামুন প্রমুখ।
বক্তরা বলেন, একটি দেশের শতকরা ২৫% বনভুমি থাকা প্রয়োজন! আমাদের দেশে তো নাই আরো যা আছে সেগুলো নির্বিচারে কেটে পেলা হচ্ছে। সভ্যতার উন্নয়নে সৃষ্টি হচ্ছে কলকারখানা, রাস্তা-ঘাট ইত্যাদির কারণেও গাছপালা কেটে পেলা হচ্ছে। তারা আরো বলেন, বৃক্ষের ওপরই আমাদের পরিবেশের ভারসাম্য নির্ভর করে। তাই আমাদের সুস্থভাবে বেঁচে থাকার তাগিদে প্রত্যেককেই নিজের উৎসাহে বৃক্ষরোপন করতে হবে।