সভাপতি জরজিস, সম্পাদক হেলাল
চট্টগ্রামের সাতকানিয়ার আল হেলাল আদর্শ ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। কর আইনজীবী জরজিস আহমদ চৌধুরীকে সভাপতি, মুরিদুর আলম রুবেলকে সিনিয়র সহসভাপতি এবং মোহাম্মদ হেলাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্যের এ কমিটি গঠন করা হয়।
কলেজ গভর্নিং বডির সভাপতি রিজিয়া রেজা চৌধুরী ও অধ্যক্ষ মো. হারুন উর রশীদ তিন বছর মেয়াদের এই কমিটির অনুমোদন দেন। গত ২৫ এপ্রিল প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক কমিটির সভায় উপস্থিত কমিটির সদস্যদের সম্মতিতে এই আংশিক কার্যকরী কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020