বাঁশখালীর ঐতিহ্যবাহী সামাজিক ও শিক্ষামূলক সংগঠন আশরাফিয়া ফাউন্ডেশন এর নতুন কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৩)সেশন গঠনকল্পে আজ ৩১ জুলাই (শনিবার) হালিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সকাল ১১টায় কে এম আব্দুল মান্নানের সভাপতিত্বে ও এডভোকেট আলী ইসলাম মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় আগামী দুই বছরের জন্য কে এম আবদুল মান্নান কে সভাপতি ও মুহাম্মদ বোরহান উদ্দীন সিকদার কে জেনারেল সচিব করে ১৬ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়। অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আলী ইসলাম মুন্না, সহ-সভাপতি নুরুল আনছার প্রবাসী, যুগ্ন-সচিব মুহাম্মদ আবদুল মোমেন সিকদার দিলাল, সাংগঠনিক সচিব মো:আলিম উল্লাহ সুজন, যুগ্ন-সাংগঠনিক সচিব মোঃমিজানুর রহমান, অর্থ সচিব নুর মোহাম্মদ, ক্রীড়া সচিব মো:রিয়াদ ছালেহ সিকদার, প্রচার ও প্রকাশনা সচিব আব্দুল মুবিন সিকদার ,দপ্তর সচিব মোঃ হাছান মোস্তফা সিকদার,সিনিয়র সদস্য মাস্টার আজম খান, নুরুল আফছার, মোঃগিয়াস উদ্দীন, মোঃহেলাল উদ্দীন প্রবাসী, মোঃসাখাওয়াত সিকদার, মোঃশুভ সিকদার প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020