
বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় আশরাফ মিয়া ফকির হত্যা মামলায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে নিহতের ভাই আবদুর রশিদ বাঁশখালী থানায় মামলাটি করেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হাওলাদার জানান, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আশরাফ ফকিরের স্ত্রী নুর আয়েশা এবং ছেলে মো. রাশেদকে থানায় আনা হয়। তাদের আচরণ, অসংগতি এবং প্রাথমিক তথ্য-উপাত্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়। পরে আদালত শুনানি শেষে দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে রবিবার দুপুরে কালীপুর ইউনিয়নের পূর্ব টেমাপাড়া এলাকায় আশরাফ ফকিরের বাড়ির অদূরে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহটি পলিথিন ও জায়নামাজে মোড়ানো ছিল। উদ্ধারকালে নিহতের হাত-পা বাঁধা এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়, যা হত্যাকাণ্ডের প্রাথমিক প্রমাণ হিসেবে বিবেচনা করছে পুলিশ।
নিহতের মরদেহ সোমবার সন্ধ্যা ৭টায় টেমাপাড়া জানাজার মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শতাধিক স্থানীয় ব্যক্তি অংশ নেন। জানাজা শেষে এলাকাবাসী দ্রুত খুনিদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020