সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফাইনান্সিয়াল রিপোর্টিং আইন, ২০১৫ এর উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এর উপ-সচিব মোঃ জেহাদ উদ্দিন এবং ব্যাংকের অর্থ ও হিসাব বিভাগের প্রধান ও সিএফও ভাইস প্রেসিডেন্ট মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রেনিং ইনস্টিটিউটের পিন্সিপাল মোঃ হেদায়েত উল্লাহ। প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্বের সাথে কাজ করার ও উক্ত আইনের ধারা সমূহ মেনে চলার পরামর্শ দেন। কর্মশালায় উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ ও বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকবৃন্দ।