Search
Close this search box.
Search
Close this search box.

ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ

আধুনিক প্রযুক্তিনির্ভর শরীয়াহ্ ভিত্তিক ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়, গুলশান-১, ঢাকায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী বলেন, “ইউনিয়ন ব্যাংকের সফলতার পেছনে ব্যাংকের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক, নিয়ন্ত্রক সংস্থা, সর্বোপরি দেশবাসীর অশেষ অবদান রয়েছে। তাই আজকের এই দিনে আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এবং মোঃ জাহাঙ্গীর আলম। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। এ উপলক্ষে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং ব্যাংকের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন  বাঁশখালীতে দেড় লক্ষ চারা বিতরণ