শরী‘আহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে ঢাকার বিজয়নগরে ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর শততম শাখা বিজয়নগর শাখা শুভ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের প্রধান কার্যালয়, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিজয়নগর শাখা শুভ উদ্বোধন করেন ব্যবস্থাপনা পরিচালক এ. বি. এম. মোকাম্মেল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মোকাম্মেল হক চৌধুরী ব্যাংকের শততম শাখা উদ্বোধন উপলক্ষে সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, নিয়ন্ত্রক সংস্থা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মোঃ নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমদ রতন, ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক আবুল এবং বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি শাহাদাৎ আলম হারু চৌধুরী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ঢাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।