
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পালেগ্রাম সালেহার বাপের বাড়ির আবু তাহেরের বড় ছেলে মো. ওমর ফারুক সম্প্রতি ইন্দোনেশিয়ার UIN Raden Mas Said Surakarta বিশ্ববিদ্যালয়ের Shariah Economic Law বিভাগে ভর্তি হওয়ার সুযোগ লাভ করেছেন।
শৈশব থেকেই ওমর ফারুক ছিলেন একজন মেধাবী ও মনোযোগী শিক্ষার্থী। পড়াশোনায় নিয়মিত অনুশীলন ও অধ্যবসায়ের ফলে অল্প সময়েই হাফেজি সম্পন্ন করেন এবং একজন ক্বারী ও গুণী হাফেজ হিসেবে শিক্ষকদের কাছে বিশেষভাবে সমাদৃত হন। ওমর ফারুক তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন পালেগ্রাম হাকিম মিয়া শাহ সিনিয়র মাদরাসায়। ২০২১ সালে দাখিল পরীক্ষায় এ+ গ্রেড অর্জন করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০২৩ সালে চুনতি হাকিম মিয়া মাদরাসা থেকে আলিম পরীক্ষায়ও এ+ পান। একই বছর ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ভর্তি পরীক্ষায় ২৪তম মেরিট স্থান অর্জন করে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন।
বিদেশে পড়াশোনার লক্ষ্য সামনে রেখে সে নিয়মিত প্রস্তুতি নিতে থাকেন। আরবি ভাষায় দুটি কোর্স সম্পন্ন করে সর্বোচ্চ নম্বর অর্জন করেন—
১. ইসলামি একাডেমি পরিচালিত এক বছর মেয়াদি কোর্স
২. মারকায সওতুল ইসলাম ফর টিচিং এরাবিক ল্যাংগুয়েজ এন্ড ইসলামিক স্টাডিজ
এর পাশাপাশি ইংরেজিতেও একাধিক কোর্স সম্পন্ন করেন। এরপর সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত ও ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের জন্য আবেদন করেন।
স্কলারশিপ প্রসঙ্গে ওমর ফারুক জানান, ২০২৩ সালের জুন মাসে সে UIN Raden Mas Said Surakarta-এর সার্কুলার পান এবং আবেদন করেন। মাসের শেষ দিকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, যেখানে ৫০টি দেশের মোট ১,৫২৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে মাত্র ১৬ জনকে নির্বাচিত করা হয়, আর আলহামদুলিল্লাহ তিনি তাঁদের মধ্যে একজন। বাংলাদেশ থেকে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন একমাত্র তিনিই। তাঁকে Full Funded Scholarship প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের Faculty of Shariah-এর অধীনে Shariah Economic Law বিভাগে পড়াশোনা করছেন।
নিজের অর্জন প্রসঙ্গে ওমর ফারুক বলেন—
“আমার শিক্ষাজীবনের প্রতিটি ধাপে মায়ের পরিশ্রম, ভাই-বোনের সহযোগিতা ও আত্মীয়স্বজনের সহায়তা ছিল আমার প্রধান শক্তি। শিক্ষকদের আন্তরিক দোয়া ও দিকনির্দেশনা সবসময়ই আমাকে পথ দেখিয়েছে। আল্লাহর অশেষ রহমতে হিফজুল কোরআন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রতিটি স্তর সফলভাবে অতিক্রম করেছি। ১,৫২৪ জন শিক্ষার্থীর মধ্যে প্রতিযোগিতা করে নির্বাচিত হওয়া এবং ইন্দোনেশিয়ায় ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের জন্যও একটি গৌরবের বিষয়। ভবিষ্যতে আমি জ্ঞানার্জন ও গবেষণার মাধ্যমে ইসলাম ও মানবকল্যাণে অবদান রাখতে চাই।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020