আজ ২০ই জুলাই বড়ঘোনা সকাল বাজার প্রাঙ্গণে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
৪দফা দাবী হল ১ রোডম্যাফ করে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া। ২ করোনা কালীন সময়ে শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ করা। ৩ শিক্ষা সংকট মোকাবেলায় শিক্ষা বৃত্তি প্রদান করা। ৪ বাঁশখালীতে দীর্ঘ সময় লোডশেডিং এর সমস্যা সমাধানের দাবি আদায়ের লক্ষ্যে উক্ত সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংহতি সমাবেশে বক্তরা উল্লেখিত সমস্যা সমূহ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী উপস্থাপন করেন।
বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ গন্ডামারা ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন হোসাইনী, ইসলামী ছাত্রসেনা বাঁশখালী উপজেলা দক্ষিণ এর সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা এম করিম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক এম বোরহান উদ্দিন, তথ্য ও গবেষনা সম্পাদক এম রেজাউল করিম, গন্ডামারা ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এম আহমদ হোসাইন, গন্ডামারা বড়ঘোনা ব্লাড ব্যাংক এর উদ্যোক্তা তরুন সমাজসেবক এইচ এম কলিম উল্লাহ মিসবাহ, গন্ডামারা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এইচ এম ফোরকানুল ইসলাম।
এতে আরো উপস্থিত ছিলেন তারেক, শওকত, নাঈম, এনাম, গফুর, বোরহান উদ্দিন, বোরহান উদ্দিন আসাদ সহ প্রমুখ।