পুকুরিয়া ইউনিউনের সামাজিক সংগঠন উত্তরণের সম্পন্ন হয় গতকাল ৩ আগস্ট, ২০২১ তারিখে। সংগঠনের সদস্য রিদোয়ান আমিনের সঞ্চালনায়, এতে যুক্ত ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের রেজিস্ট্রার ডা.মোমিনুল ইসলাম, সংগঠনের উদ্যোক্তা লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীসার্জন ডাঃ জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, বাঁশখালী এক্সপ্রেসের প্রধান নির্বাহী রহিম সৈকত, সংগঠনের সদস্য আকতার হোসেন, শারমিন আক্তার, তাজমিন আরা বেগম, মোহাম্মদ রাশেল, বাবুন দত্ত, বখতিয়ার উদ্দিন, আব্বুল্লাহ আল ফাহিম। মাসিক এই ওয়েবিনারে আলোচকরা সংগঠনকে সুসংগঠিত করতে এবং ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করে। আলোচনায় করোনাকালীন ও আপদকালীন সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা,অসহায়দের জন্য বিনামূল্যে প্রাথমিক ওষুধ সরবরাহ করার সিদ্বান্ত গ্রহন করা হয়।
সেইসাথে আমন্ত্রিত অতিথিরা উত্তরণের এমন মানবিক কার্যক্রমের পাশাপাশি জেন্ডার সচেতনতা, বাল্যবিবাহ নিরোধ,স্কুল ছাত্রীদের কৈশোরকালীন স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে কাজ করার পরামর্শ দেন। যা সাদরে গ্রহণ করেন উত্তরণের সদস্যরা।