চট্টগ্রামের বাঁশখালীতে ওমর আব্দুল্লাহ (আবিদ) নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১১.৩০ টার দিকে উপজেলার বাহারচড়া ইউনিয়নের বলকিছার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শিশু ওমর আব্দুল্লাহ (আবিদ) উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ওসমান গণীর এক মাত্র পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটি যখন ঘরের মধ্যে খেলছিল মা তখন রান্নাবান্নায় ব্যস্ত ছিল। এর মধ্যে অগোচরে ঘরে পশ্চিম লাগোয়া পুকুর ঘাটে চলে যায়। কিছুক্ষণ ঘরে শিশু আবিদকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া।
ততক্ষনে তার মৃত্যু হয়ে যায়।
একমাত্র শিশুটিকে হারিয়ে পাগলের কত কাঁদছেন বাবা-মা দুজনেই। ওসমান গনি বিলাপ করতে করতে বলেন, আমি বাইরে ছিলাম। আমার স্ত্রী রান্নাবান্না করছিল। বাচ্চা তাঁর পাশেই ছিল। আমার তিন কন্যা, আল্লাহর কাছে অনেক কেঁদে একটা পুত্র সন্তান লাভ করেছিলাম। আজ আল্লাহ আবার তার কাছে নিয়ে গেছেন।
স্থানীয় ইউপি সদস্য’ মনির উদ্দিন চৌধুরী বলেন,’ ওসমান গনি সাবেক ইউপি সদস্য তাঁর একমাত্র পুত্র সন্তান পানিতে ডুবে মারা গেল বিষয়টি অত্যন্ত বেদনাদায়ক। আমি আমার ওয়ার্ডের সকল বাসিন্দাদের এই ব্যাপারে সতর্ক থাকার কথা বলি, পুকুরে বেড়া দেয়ার কথা বলি।