
বাঁশখালী উপজেলায় “আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ এইচআইটি ফাউন্ডেশন”-এর বাঁশখালী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সাহেদুল ইসলাম চৌধুরী।
সাহেদুল ইসলাম চৌধুরী কাথারিয়া ইউনিয়নের আমির চৌধুরী বাড়ির মানিক পাঠান এলাকার মরহুম গিয়াস উদ্দিন চৌধুরীর সুযোগ্য সন্তান। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে এলাকায় সুনাম অর্জন করেছেন।
দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন,
“মানবাধিকার প্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও মানবকল্যাণে আমি নিরলসভাবে কাজ করে যেতে চাই। এইচআইটি ফাউন্ডেশনের লক্ষ্য ও আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে বাঁশখালীকে একটি মানবিক ও সচেতন সমাজ হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য।”
সংগঠনের পক্ষ থেকে তার নিয়োগকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে এবং তার নেতৃত্বে বাঁশখালীতে মানবাধিকার সচেতনতা আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020