• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
আইসিবিআই ব্যাংকের এসভিপি ও চট্টগ্রাম অঞ্চলের প্রধান হলেন বাঁশখালীর মান্নান আশরাফ ফকির হত্যা: অজ্ঞাতনামা আসামি করে মামলা, স্ত্রী-ছেলে কারাগারে হাটহাজারীর প্রত্যন্ত অঞ্চল থেকে বিশ্ব মঞ্চে মোহাম্মদ ইকবাল বিএনপি ক্ষমতায় আসলে দেড় বছরে ১ কোটি মানুষের কর্মসংস্থান করা হবে : আমীর খসরু ওমানে সড়ক দুর্ঘটনায় বাঁশখালীর যুবকের মৃত্যু বিএনপির প্রার্থী তালিকায় অনুপস্থিত শীর্ষ নেতারা এনসিপির দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী হলেন বাঁশখালীর মিশকাত বাঁশখালী নিয়ে লেয়াকত আলীর ধারাবাহিক লেখনী ভাইরাল হযরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন কঃ – প্রেমের বাদশাহর রাজকীয় উপাখ্যান বাঁশখালীতে গণঅধিকারের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

এইচএসসির ফলাফলে ভয়াবহ বিপর্যয় ; ব্যতিক্রম মাস্টার নজির আহমদ কলেজ

রহিম সৈকত / ৩২৮ শেয়ার
আপডেট: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে বাঁশখালী উপজেলার সাতটি কলেজের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে মাস্টার নজির আহমদ কলেজ। উপজেলার গড় পাসের হার যেখানে ৩৫ শতাংশের নিচে, সেখানে এ কলেজ এককভাবে প্রায় ৮০ শতাংশ সাফল্য দেখিয়েছে। নিচে বাঁশখালীর সাত কলেজের তুলনামূলক চিত্র তুলে ধরা হল।

মাস্টার নজির আহমদ কলেজ: মাস্টার নজির আহমদ কলেজ থেকে ২৯৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২৩৫ জন পাস করেছে। পাসের হার ৭৯.৯৩ শতাংশ, এবং ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। বিভাগভিত্তিক ফলাফল— বিজ্ঞান বিভাগে পাস: ৬৩, অকৃতকার্য: ১২, জিপিএ ৫: ২, মানবিক বিভাগে পাস: ১২৫, অকৃতকার্য: ৩৬, জিপিএ ৫: ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ৪৭, অকৃতকার্য: ১৩, জিপিএ ৫: ৩

সরকারি আলাওল কলেজ: সরকারি আলাওল কলেজ থেকে ৭৪৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৪৯ জন, পাসের হার ৩৩.৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ জন। বিভাগভিত্তিক ফলাফল—মানবিক বিভাগে পাস: ১৩০, অকৃতকার্য: ৩২৫,
ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ৯২, অকৃতকার্য: ১৩৫, বিজ্ঞান বিভাগে পাস: ২৭, অকৃতকার্য: ৪৫।
বৃহৎ প্রতিষ্ঠানের তুলনায় এই ফলাফল প্রত্যাশার নিচে থাকায় শিক্ষার্থীদের প্রস্তুতি ও শিক্ষার মান নিয়ে আলোচনার জন্ম দিয়েছে।

বাঁশখালী ডিগ্রি কলেজ: বাঁশখালী ডিগ্রি কলেজ থেকে ৩৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ১২৮ জন। পাসের হার ৩৪.১৩ শতাংশ, জিপিএ ৫ কেউ পায়নি।
বিভাগভিত্তিক ফলাফল—মানবিক বিভাগে পাস: ৮০, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ৩৮, বিজ্ঞান বিভাগে পাস: ১০

বাঁশখালী গার্লস কলেজ: বাঁশখালী গার্লস কলেজ থেকে ১৭৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৬৯ জন পাস করেছে। পাসের হার ৩৮.৫৫ শতাংশ, জিপিএ ৫ নেই। বিভাগভিত্তিক ফলাফল—মানবিক বিভাগে পাস: ৫৫, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ১১। মেয়েদের অংশগ্রহণ ও সফলতা তুলনামূলক ভালো হলেও ফলাফলে আরও উন্নতির সুযোগ রয়ে গেছে।

পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ: পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজ থেকে ৩৪৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১০৪ জন পাস করেছে। পাসের হার ৩০.৩২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ জন।বিভাগভিত্তিক ফলাফল—মানবিক বিভাগে পাস: ৬৯, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ৩৩, বিজ্ঞান বিভাগে পাস: ২

পশ্চিম বাঁশখালী হাই স্কুল অ্যান্ড কলেজ: পশ্চিম বাঁশখালী হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে মাত্র ১৪ জন পাস করেছে। পাসের হার ২২.৫৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১ জন।মানবিক বিভাগে পাস: ৫, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ৯

হাজীগাঁও বারুমছড়া স্কুল অ্যান্ড কলেজ: হাজীগাঁও বারুমছড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে অংশ নেয় ২৪ জন পরীক্ষার্থী, পাস করেছে মাত্র ৩ জন। পাসের হার ১২.৫০ শতাংশ, জিপিএ ৫ কেউ পায়নি। মানবিক বিভাগে পাস: ২, ব্যবসায় শিক্ষা বিভাগে পাস: ১

সাতটি কলেজে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ২,০৫০ জন, যার মধ্যে পাস করেছে প্রায় ৬০০ জনের মতো। গড় পাসের হার দাঁড়িয়েছে ৩৫ শতাংশের নিচে। এখানে সবচেয়ে বড় অর্জন মাস্টার নজির আহমদ কলেজের, যা একাই পুরো উপজেলার শিক্ষার মানের উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে কয়েকটি প্রতিষ্ঠানের ফলাফল উদ্বেগজনকভাবে কম হওয়ায় স্থানীয় শিক্ষাবিদরা নিয়মিত পাঠদান ও মাননির্ভর শিক্ষা কার্যক্রমের ওপর জোর দিয়েছেন।

২০২৫ সালের এইচএসসি ফলাফলে বাঁশখালীর শিক্ষার মানে একদিকে যেমন চ্যালেঞ্জের ইঙ্গিত মিলেছে, অন্যদিকে মাস্টার নজির আহমদ কলেজের সাফল্য দেখিয়েছে—গ্রামীণ পরিবেশেও সুশাসন ও শিক্ষকের নিবেদন থাকলে জাতীয় মানের ফলাফল অর্জন সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো নিউজ
সিবি হসপিটাল কী? কেন? কিভাবে?