'নাম তো শুনা হোগা' পরিচিত কন্ঠের রোমাঞ্চকর সংলাপ। কাঁপিয়ে দিতে আসছে জওয়ান। রেড চিলি এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে ১৪ ঘন্টা আগে প্রকাশিত হয়েছে ২ মিনিট ১২ সেকেন্ডের একটি প্রিভিউ। ইতমধ্যে ১৪ মিলিয়ন দেখা হয়েছে। ১ লক্ষ ১২ হাজার মন্তব্য জমা হয়ে গেছে। বুঝাই যাচ্ছে বলিউড বাদশাহর পাঠান ধামাকার রেশ কাটতে না,কাটতে আরেকটি ধামাকা নিয়ে আসছে। কখনও তিনি ‘যোদ্ধা’, কখনও ‘জেলার’। কখনও তিনিই ‘নায়ক’, কখনও 'খলনায়ক’। তবে তিনিই শেষ কথা!
[caption id="attachment_1833" align="aligncenter" width="300"] নেড়া মাথার লুকে শাহরুখ | ছবি : রেড চিলি[/caption]
জওয়ান যে অ্যাকশন মুভি হতে যাচ্ছে আভাস মিলেছিল আগেই। অবশেষে টিজার দেখে সে সন্দেহ দূর হল। 'ডনকো পাকাড়না মুসকিল নেহি নামুনকিন হ্যায়' 'ডন' মুভিতে শাহরুখের ঠোঁটে তুমুল জনপ্রিয় সংলাপ। আসলেই তো বলিউড বাদশাহকে আটকানো সহজ নয়। যেভাবে বয়কট ট্রেন্ডকে কাঁচকলা দেখিয়ে রেকর্ডবুক দুমড়ে মুচড়ে সব নিজের করে নিয়েছেন তাতে বলাই যাই 'ডনকে ধরা মুসকিল নয় অসম্ভব বটে'। ‘পাঠান’-এর পর ‘জওয়ান’-এ যে নিজের ‘অ্যাকশন হিরো’ ভাবমূর্তিকে আরও এক কাঠি উপরে তুলবেন শাহরুখ খান, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। এখন অপেক্ষা দক্ষিণী পরিচালক অ্যাটলি প্যান ইন্ডিয়ান এর সাথে কেমিস্ট্রি কেমন জমছে, দর্শক কিভাবে নিচ্ছে তা দেখার পালা।
[caption id="attachment_1834" align="aligncenter" width="300"] হলিউডি সেই লুক | ছবি রেড চিলি[/caption]
জওয়নান গাল পুড়ে যাওয়া স্পাইসি নামগুলো হল দক্ষিণী বিজয় সেতুপতি, নয়নতারা । বিশেষ চরিত্রে দেখা যেতে পারে সঞ্জু বাবাকে (সঞ্জয় দত্ত), পাঠানের দীপিকা পাড়ুকোন। প্রিভিউটি রিলিজ হওয়ার নেটিজেনের আলোচনায় শাহরুখের লুক।
[caption id="attachment_1835" align="aligncenter" width="300"] ব্যান্ডেজ বাঁধা লুক | ছবি রেড চিলি[/caption]
ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল নেড়া মাথার লুকে শাহরুখ, দেখে চমক লাগতে বাধ্য। পরিচিত রোদচশমা দাবাং'র চুলবুল পান্ডের কথা মনে করিয়ে দিবে ।আপাতত সেই বাদশাহ জ্বরে কাঁপতে চাইলে অপেক্ষা করতে হবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020