Search
Close this search box.
Search
Close this search box.

একটি সেতুর প্রয়োজনীতা; বোঝানোর ভাষা জানা নেই

দুইটি ইউনিয়নের তিনটি বিশাল এলাকার সংযোগ স্থল, একটি সেতুর অভাবে ভিন্ন রাষ্ট্রের মতো দূরত্ব মনে হয় স্থানীয়দের।
কাথরিয়া ও সরল ইউনিয়নের সীমারেখা বলা যায়।জলকদর খাল ও কান্দাখালী নদীর মোহনা। স্পট: বরইতলী, জালিয়াঘাটা ও সরল তথা তিনটি ওয়ার্ডের মিলনস্থল।

অন্তত প্রতিদিন প্রায় হাজার মানুষের পারাপার হয় এ পথে। নৌকার মাঝি সময়ে থাকে, থাকে না। জোয়ারে পারাপার যেমন তেমন, ভাটায় গায়ে কাঁদা জরিয়ে অাসা-যাওয়া করতে হয়।
একটু রাত হলেও নৌকা অার থাকে না, সকাল সকাল কারো অতি প্রয়োজনে যাতায়াতও দুরো রূহ। মুমূর্ষু কোনো রোগী নিয়ে ঠিক টাইমে হাসপাতালে পৌছাও তো অসম্ভব উত্তর সরলের স্থানীয়দের। পশ্চিম সরলের সাথে আত্মীয়তা যাদের আছে, অন্য এলাকা থেকে বিপদ-আপদের যখন তখন তো যাওয়া ই যায় না। বরইতলীর পাশে তো নৌকায় উঠার কোনো ঘাটলাও নেই বললে চলে। কর্তৃপক্ষ আজও বুঝতে চাচ্ছে না, অবহেলিত এ জনপদের আর্তনাদ।

স্থানীয় জণগণের পক্ষে
মুহাম্মাদ জাহাঙ্গীর
কাথরিয়া, বাঁশখালী।

প্রিয় পাঠক, আপনাদের দৃষ্টিতে এমন জনগুরুত্বপূর্ণ বিষয় থাকলে লিখে, ভিডিও করে পাঠাতে পারেন আমাদের ইমেইল ঠিকানায় ।

banshkhaliexpress@gmail.com
আরও পড়ুন  চট্টগ্রাম জেলা পরিষদের পক্ষে সরলে ত্রাণ বিতরণ