বিয়ের আগে পরীক্ষা করলে রক্ত, সন্তান থাকবে থ্যালাসেমিয়া মুক্ত প্রতিপাদ্য স্বেচ্ছাসেবী সংগঠন একুশে ফাউন্ডেশনের উদ্যোগে ০৮মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সচেতনতা শোভাযাত্রা শনিবার (৮মে) বাঁশখালী চাম্বল বাজারে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন একুশে ফাউন্ডেশনের বোর্ড মেম্বার, বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিক্যাল অফিসার ডাঃ আসিফুল হক, সেচ্ছাসেবক সিপিপি এবং মানবাধিকার কর্মী- ডাঃ আশেক এলাহী রনি। দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম, বাঁশখালী ব্লাড ব্যাংকের এডমিন- ফারুকুল ইসলাম, ফজলুল কাদের সিরাজী, আলমগীর, মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020