ওমানে ফিশিং বোট দুর্ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার এক প্রবাসী নিহত হয়। নিহত প্রবাসী আকবর আলী চৌধুরী (৩১) বাহারচরা ইউনিয়নের রত্নপুর গ্রামের ফতেহ আলী চৌধুরী বাড়ির মৃত নুরুল ইসলাম চৌধুরী ও হোসনে আরা বেগমের বড় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর ধরে প্রবাস জীবন যাপন করছিলেন আলী আকবর। ছয় বছর আগে তিনি একই এলাকার জান্নাতুল ফেরদৌস রুমিকে বিয়ে করেন। তাঁদের পাঁচ বছর বয়সী এক কন্যা সন্তান ও দুই বছর বয়সী পুত্র সন্তান রয়েছে। আকবর বিগত দুই বছর আগে ওমানে গমন করেন সেখানে সাগরে মৎস্য আহরণ পেশায় নিয়োজিত ছিলেন।
নিহত আকবর আলীর চৌধুরীর ছোট ভাই রমজান আলী চৌধুরী দৈনিক বাংলাকে বলেন, বড় ভাই আকবরের সাথে থাকা সঙ্গীদের মাধ্যমে জানতে পারি সাগরে থাকা অবস্থায় বোটের হাল ধরে ছিলেন আমার ভাই। হঠাৎ হালের হাতল ভেঙ্গে গেলেই মুহুর্তেই আমার ভাই ছিটকে পড়ে সাগরে পড়ে যায় এবং পানিতে বোটের পাখার সাথে জড়িয়ে গিয়ে মৃত্যুবরণ করে।
স্থানীয় ইউপি সদস্য শাহাবুদ্দিন বলেন, আমি শুনেছি ফতেহ আলী চৌধুরী বাড়ির আকবর আলী চৌধুরী ওমানে মারা গেছেন। আমি আজ সকালে (শুক্রবার) তাঁদের বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারব। এর বেশি তথ্য আমার জানা নেই।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020