Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজারে বাঁশখালী সমিতির প্রথম কার্যনিবাহী কমিটির সভা অনুষ্ঠিত

তাজুল ইসলাম পলাশ ▪️

কক্সবাজারে বসবাসকারীদের নিয়ে গঠিত বাঁশখালী সমিতির কার্যনিবাহী কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সমিতির অস্থায়ী কার্যালয় হোটেল গোল্ডেন হিলে গুরুত্বপূর্ণ ৫ টি বিষয় সামনে আনা হয়। তারমধ্যে অন্যতম উপদেষ্টা পরিষদ গঠন। সবার সম্মতিক্রমে ১০ জনের উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) বিভীষণ কান্তি দাশ মিজানুর রহমান ওসি ( ডিএসবি), ইমন চৌধুরী ওসি ( রামু থানা ), কায়ছার হামিদ ওসি (মহেশখালী থানা), শাহেদ হোসাইন, সাবরেজিস্টার ( রামু), জমির উদ্দিন, উপপরিচালক পরিবেশ অধিদপ্তর, কাজী ফরহাদ ড্রাগ সুপার, ঔষধ প্রশাসন, আকতার হোসাইন, সাবেক চেয়ারম্যান, ইরফান হোসেন, সাবেক এ্যাসিলেন্ড, টেকনাফ ও শাহাদাত হোসেন এ্যাসিলেন্ড ( বর্তমান) কুতুবদিয়া।

আরও পড়ুন  বাঁশখালী সমিতি, কক্সবাজারের যাত্রা শুরু

সভায় আরও চারটি বিষয় যথাক্রমে : পূর্বের বিতরণকৃত ফরম কালেকশন, নতুন ফরম বিতরণ, সমিতির অফিস নির্ধারণ এবং ফরম কালেশন। এছাড়া অফিসের জন্য হিসাবরক্ষক নিয়োগ ও মেজবানি, মিলনমেলা নিয়েও আলোচনা হয়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহজাহান, সভাপতি বাঁশখালী সমিতি কক্সবাজার। মোঃ জসিম উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি, এডঃ আব্দুল আলীম, সহ-সভাপতি, মোঃ শাহেদ আলী, সাধারণ সম্পাদক, মোহাম্মদ হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক -১, সোলতান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২, মোঃ জাহাঙ্গীর আলম, অর্থ সম্পাদক, মিছবাহ উদ্দিন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, দিদারুল ইসলাম, দপ্তর সম্পাদক ও তাজুল ইসলাম পলাশ
প্রচার ও প্রকাশনা সম্পাদক।