কক্সবাজার জেলা জজকোর্টের সম্মানিত বিচারক জনাব আকতার জাবেদ’র সাথে “আলোকিত রত্নপুর” পরিবার সৌজন্য সাক্ষাৎ করেন।
অদ্য ২১ জানুয়ারি জুমাবার কক্সবাজারের একটি অভিজাত হোটেলে কক্সবাজার জেলা জজকোর্টের বিচারক আকতার জাবেদের সাথে পশ্চিম বাঁশখালীর অন্যতম সংগঠন আলোকিত রত্নপুরের কর্মকর্তা ও সদস্যবৃন্দরা সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
অত্র সংগঠনের সভাপতি মুহাম্মদ জাহেদুল আলম সোহেলের সভাপতিত্বে বোরহান উদ্দিনের সঞ্চলনায় শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।এতে উপস্থিত সবার উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জনাব আক্তার জাবেদ।তিনি বলেন, আমাদের পশ্চিম বাঁশখালীর বিস্তৃত জনপথ এক সময় শিক্ষা সংস্কৃতিতে অবহেলিত ছিল কিন্তু বর্তমানে শিক্ষা ও সংস্কৃতিতে বড় ধরণের অবদান রাখছে ও বিভিন্ন সেক্টরে সফলতার সাক্ষার রাখছে আমাদের পশ্চিম বাঁশখালীর রত্নাগর্ভা মায়ের সন্তানেরা। সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে তবেই আপনারা সফল হবেন। আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে ও শিক্ষা সংস্কৃতির উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।পরিশেষে সবাই ফুল দিয়ে আন্তরকতা ও ভালবাসার বহিঃপ্রকাশ করেন।