Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার ট্রাজেডি ; প্রাণ গেল বাঁশখালীর ৫ জনের

বাঁশখালীর স্বজন হারানো মানুষ গুলোর আর্ত চিৎকারে ভারী হয়ে উঠেছে কক্সবাজারের আকাশ। বাঁশখালী থেকে চক্ষু চিকিৎসা নিতে কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল যাওয়া বাঁশখালীর রোগিরা ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হয়।

সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁওয়ের খোদাইবাড়ি এজি লুৎফুর কবির আদর্শ দাখিল মাদ্রাসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়,পরে হাসপাতালে আরো একজন নারীর মৃত্যু হয়। কক্সবাজার সমিতি বাঁশখালীর সদস্য রায়হান উদ্দীন ও মঈনুদ্দিন রানা জানান অনেকের অবস্থা আশংকাজনক।

নিহত/আহতের তালিকা :

আহতদের তালিকা-
১. আব্দুল মান্নান, পিতা-মৃত আকমল মিয়া, ৮নং ওয়ার্ড বাহারচড়া।
২. আব্দুর রশিদ, পিতা- মৃত দুদু মিয়া, ৪ নং ওয়ার্ড, খানখানাবাদ।
৩. জাহানারা, স্বামী- তৈয়ব আলী, গ্রাম- মাদবরবাড়ি, ২নং ওয়ার্ড, কাথারিয়া।
৪. রফিক আহমেদ, পিতা-আবুল খায়ের, গ্রাম-বাগমারা, ৩ নং ওয়ার্ড, কাথারিয়া।
৫. নুরুল হোসেন, পিতা-কায়ুম মিয়া, গ্রাম-বাগমারা, ৩নং ওয়ার্ড, কাথারিয়া।
৬. ফাতেমা বেগম, স্বামী- মৃত আবু সালেক, গ্রাম- দক্ষিণ ইলশা, ৫নং ওয়ার্ড, বাহারছড়া।

নিহতদের তালিকা-
১. আবু আহমেদ, পিতা- মৃত মফিজুর রহমান, গ্রাম- ইলশা পুরাতন বাড়ি, ৭নং ওয়ার্ড বাহারছড়া।,
২. মাহমুদা বেগম, স্বামী-মৃত মাহবুবুল আলম, গ্রাম- পশ্চিম ইলশা, ৮নং ওয়ার্ড, বাহারছড়া।
৩. সায়রা খাতুন, স্বামী -আব্দুল কুদ্দুস, গ্রাম-ডোংরা, চৌকিদার বাড়ি, খানখানাবাদ।
৪. দুলা মিয়া, পিতা- গোলাম সোবহান, গ্রাম- কুফিয়া ডোংরা, ৬ নং ওয়ার্ড, খানখানাবাদ।
৫. খদিজা বেগম, যার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি (মালুমঘাট হাইওয়ে থানাতে আছে)
মৃতের সংখ্যা বাড়তে পারে

উল্লেখ্য বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন হতে কক্সবাজার বায়তুশ শরফ হাসপাতালে চোখের চিকিৎসা নিয়ে বাঁশখালীতে ফিরছিলেন প্রায় ২০ জন রোগি ও তাঁদের সঙ্গে থাকা নিকট জনেরা। ফেরার পথেই এই দুর্ঘটনা সংগঠিত হল।

আরও পড়ুন  বাঁশখালী বেড়িবাঁধ উন্নয়নে ৬০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন