Search
Close this search box.
Search
Close this search box.

কক্সবাজার স্টুডেন্টস ফোরাম চুয়েটের বার্ষিক সভা ও কার্যকরী কমিটি গঠন

চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অধ্যয়নরত কক্সবাজার জেলার শিক্ষার্থীদের সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা বৃহস্পতিবার (১৬ জুন) নগরীর এক কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।

২০ ব্যাচের শিক্ষার্থী সাইমুল ইসলাম ফরহাদ ও জাফরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নুরশাদুল মামুন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সম্মানিত অ্যালামনাই ইঞ্জিনিয়ার জাবেদ উদ্দীন এবং ফোরামের পূর্ববর্তী ব্যাচের সাবেক সভাপতি সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে ১৮ ব্যাচের বিদায় ও ২২ ব্যাচের নবীন বরণের আয়োজন করা হয়। এতে ২০২৩-২৪ বর্ষের কার্যকরী কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি ফয়েজ উল্লাহ এবং বিদায়ী সাধারণ সম্পাদক আব্দুল্লাহ ইমরান দিনার।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কক্সবাজার সদর উপজেলার ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী রাগীব ইশরাক প্রিন্স এবং সাধারণ সম্পাদক হিসেবে একই উপজেলার আরবান এন্ড রিজিওনাল প্লানিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান জিহাদ নির্বাচিত হয়েছন।এছাড়াও তানবীর আহমেদ, মাহমুদ হাসান মাশুক,তওফিক মাহমুদ, অরিজিৎ ধর,সালমান মুনতাসির ইশরাক,নওশাদ হাবিব, তাশদীদ রাবিব অহিন, আফরা সানিয়া খান, আসমা সাদিয়া খান সহ-সভাপতি, মোহাম্মদ আবু জাফর কোষাধ্যক্ষ, সাইমুল ইসলাম ফরহাদ সাংগঠনিক সম্পাদক এবং অফিস সেক্রেটারি হিসেবে ইউসুফ মোহাম্মদ রাকিব উদ্দিন নির্বাচিত হয়েছেন।

 

আরও পড়ুন  আল হেলাল ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র পরিষদ গঠিত