Search
Close this search box.
Search
Close this search box.

কাথরিয়ার লোকমান র‍্যাব ১১’র শ্রেষ্ঠ এসআই নির্বাচিত

বাঁশখালী কাথরিয়া ইউনিয়নের বাগমারা গ্রামের মনির আহমদ সওদাগরের তৃতীয় পুত্র কর্পোরাল লোকমান হোসাইন গত ২৮ সেপ্টেম্বর, ২০২১ তারিখে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) ১১ নারায়ণগঞ্জ শাখার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন।এই বছরের শুরুতে কাথরিয়ার এই কৃতি সন্তান বাংলাদেশ বিমান বাহিনী হতে বাংলাদেশ র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নে যোগদান করেন।এই বছরে নতুন ভাবে নিয়োগকৃর্ত র‍্যাব সদস্যদের প্রশিক্ষণ কালীন সময়ে অস্ত্র পরিচালনা পরীক্ষায় সারা বাংলাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন।প্রশিক্ষক শেষে করে বাংলাদেশ র‍্যাব হেড কোয়াটারে কিছু দিন দায়িত্ব পালন করে নারায়ণগঞ্জ র‍্যাব এগারোতে বদলী হয়েছেন। এই মেধাবী বিমান সেনা দায়িত্ব পালন কালে একের পর দুঃসাহসিক অভিযানে নেতৃত্ব সহ কর্মকুশলতা প্রদর্শন করে সফলতা অর্জন করায় নারায়ণগঞ্জ র‍্যাব ১১ তাকে শ্রেষ্ঠ এসআই নির্বাচিত করে নগদ অর্থ সহ সম্মাননা স্মারক তুলে দেন।কর্পোরেল লোকমান হোসাইন ছোট বেলা থেকে মেধাবী ছাত্র হিসাবে সমগ্র এলাকায় প্রসংশিত। তিনি বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে থেকে পঞ্চম শ্রেণীতে সরকারী বৃত্তি লাভ করেছিলেন।প্রাইমারী গন্ডি পেরিয়ে কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে সফলতার সহিত এসএসসি পাশ করে, হাজেরা তজু কলেজ থেকে এইচ এস সি পাশ করেন। দেশের এই কৃতি সেবক এইচসি পাশ করে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন। বিমান বাহিনীতে কর্মরত থাকা অবস্থায় পড়ালেখা হাল ছেড়ে না দিয়ে ২০১৯ সালে চট্টগ্রাম সিটি কলেজ থেকে বাংলা বিষয়ে অর্নাস শেষ করেন। এই মেধাবী দেশপ্রেমীক সাহসী সন্তানের আমরা উত্তরাত্তর সফলতা কামনা করি।

আরও পড়ুন  বাঁশখালীর মেয়ে তেহেসিনের দক্ষিন কোরিয়ার এওয়ার্ড অর্জন