Search
Close this search box.
Search
Close this search box.

কাল কাথরিয়া হিলফুল ফুযুল সংঘের শোহাদায়ে কারবালা মাহফিল

হালিয়াপাড়া,কাথরিয়া, বাঁশখালী হিলফুল ফুযুল সংঘের উদ্যোগে পঞ্চম তম পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল ও ঈদে মিলাদুন্নবী (সাঃ) আগামী ১৯/০৮/২০২১ তারিখ রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।উক্ত মাহফিলে সভাপতিত্ব করিবেন বিশিষ্ট আলেমে দ্বীন শায়ের জগতের উজ্জ্বল নক্ষত্র উদীয়মান তরুন বক্তা শায়ের মৌলানা মোহাম্মদ আবদুল হক কাদেরী খতিব; বাঁশখালী হালিয়া পাড়া সাদেক আলী কেন্দ্রীয় জামে মসজিদ। হেড মাওলানা দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মোহাম্মদ জেবল হোসেন, ওমান প্রবাসী হালিয়া পাড়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ হারুনুর রশীদ চৌধুরী। সহ-সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ বাঁশখালি উপজেলা  শাখা(দক্ষিণ)। প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা  আবু নূর মোহাম্মদ হাসান বিন নূরী মাদ্দাজিল্লুহুল আলী; খতিব: সিএন্ড বি জামে মসজিদ। কালুরঘাট, চট্টগ্রাম। প্রধান ওয়েজিন হিসেবে উপস্থিত থাকবেন শায়ের মাওলানা মোহাম্মদ নাজিম উদ্দিন আল কাদেরী; সুপার; দোহাজারী মাছুমিয়া দাখিল মাদ্রাসা। চন্দনাইশ,চট্টগ্রাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা আব্দুর রহমান রেজভী সাহেব;  সুপার: প্রেমাশিয়া রেজভীয়া সিদ্দিকীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। বাঁশখালী,চট্টগ্রাম। উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করে আপনাদের দুনিয়াবী জীবন ও আখেরি জীবন ধন্য করুন।
(বিজ্ঞপ্তি)

আরও পড়ুন  শিক্ষায় নগর-গ্রামের ব্যবধান কমাতে তৃণমূলে ভূমিকা রাখতে চাই