Search
Close this search box.
Search
Close this search box.

কৃষকের আকুতি ; ক্ষতিপূরণ দানের আর্তি

বাঁশখালী সহ সারাদেশে “ঘুর্ণিঝড় জাওয়াদ” এর  প্রভাবে, অকাল বৃষ্টিতে  ধান, রবিশস্য,আলু, শসা, শীম, বাদাম, মিষ্টিকুমড়া, বটবটি,বেগুন, মরিচের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ কৃষকেরা এনজিও সংস্থা থেকে ৫০ হাজার থেকে ২ লক্ষ টাকা ঋন নিয়ে ফসলের ক্ষতিতে সর্বশান্ত হয়েছেন। ক্ষতিগ্রস্থ, দরিদ্র কৃষকেরা তাদের ক্ষতিপুরনের দাবীতে “উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান,  কৃষি কর্মকর্তা বরাবর স্মারকলিপি দেন। এতে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রতন দাশ, অমৃত কারন,  শংকর দাশ, রনধীর বড়ুয়া, জামাল উদ্দিন, শিব্বির আহম্মদ, বিপ্লব দেব, বিটন বড়ুয়া, শিবানন্দ  দেব, সুবীর দে,  মোঃ আবুল মনসুর, শুভ দাশ,  রাজেস দেব, আবুল কালাম, মোঃ আনসার, সুজন দাশ,  মালেক,  গোপাল রুদ্র,  তপন দত্ত,  দয়াল দাশ,  প্রমুখ। উল্লেখ্য আগামী ১০ দিনের মধ্যে ক্ষতিপুরণ না দিলে ক্ষতিগ্রস্থ, ঋনগ্রস্থ কৃষকেরা মানববন্ধন, বিক্ষোভ, অনশনের মত কর্মসুচী পালন  করবেন বলে জানান।

আরও পড়ুন  ইব্রাহিমের দাফনকাজে গাউসিয়া কমিটি বাংলাদেশ