ইউরোতে মাঠে দর্শক থাকলে কোপায় দর্শক ছাড়া খেলাগুলো কেমন জানি লাগছিল। মনে হচ্ছিল যেন পাড়ার মাঠে খেলা হচ্ছিল। অবশেষে দর্শক দেখতে যাচ্ছে কোপা৷
দিনভর নাটক শেষে অত:পর মারাকানায় কোপা আমেরিকার ফাইনালে দর্শক উপস্থিতির অনুমতি মিলেছে। প্রথম দফায় সাউথ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ সংস্থা "কনমেবলের" আবেদন প্রত্যাখ্যান করে দেয় রিও ডি জেনিরোর স্বাস্থ্য বিভাগ। পরবর্তীতে কনমেবল প্রেসিডেন্ট "আলেজান্দ্রো ডোমিঙ্গুয়েজ" আবারো স্বাস্থ্য বিভাগের কাছে অনুমতি চাইলে তার প্রস্তাবে সাড়া দিয়ে মারাকানায় ফাইনাল ম্যাচে ৪৪০০ দর্শক উপস্থিত থাকার অনুমতি দেয়। ৪৪০০ দর্শকের মধ্যে দুই দলকে সুষম বণ্টনের মাধ্যমে প্রদান করা হবে, ব্রাজিলের সমর্থকদের জন্য বরাদ্দ থাকবে ২২০০ আসন এবং আর্জেন্টাইন সমর্থকের জন্য ২২০০ আসন।
সূত্র - ওলে
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020