Search
Close this search box.
Search
Close this search box.

খাটখালী বাজার থেকে অজ্ঞাত ব্যক্তির মৃত দেহ উদ্ধার

কলিম উল্লাহ মিসবাহ ▪️

আজ বৃহস্পতিবার ভোর ৭টার দিকে খাটখালী বাজারের পুরাতন জেটি সংলগ্ন জলকদর খালের পাশে স্থানীয়রা উপুড় অবস্থায় মৃতদেহ দেখতে পেয়ে প্রশাসন কে খবর দেয়া হয় । কিছুক্ষণ পর বাঁশখালী থানার এসআই প্রদীপ নেতৃত্বে উদ্ধারকারী দল  মৃহদেহ উদ্ধার করে।

এর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ ও ছবি শেয়ার করা হলে মৃত ব্যক্তির পরিচয় জানা যায় মৃত ব্যক্তির নাম আহমদুর রহমান (৯০), বাড়ী আনোয়ার উপজেলার তৈলারদ্বীপ সরকার হাট এলাকায়, ব্যক্তি জীবনে উনি তিন ছেলে ও দুই মেয়ের জনক।

উল্লেখ্য, গতরাতে খাটখালী বাজারে তাকে দেখা গিয়েছিল, বাজারের এক সওদাগর উনাকে কিছুটা অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে খাবারের ব্যবস্থা করে। তিনি কুতুবদিয়া দরবার থেকে আসছিল জানা যায় এবং চশমা হারিয়ে গেছে সেটা খুঁজতে হবে বলে চলে যায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত উনাকে পুলিশি হেফাজতে থানায় রাখা হয়েছে, আত্মীয় স্বজন আসলে মৃতদেহ হস্তান্তর করা হবে।উনার দেহের কোন ক্ষত চিহ্ন দেখা যায়নি৷ ধারণা করা হচ্ছে নদীর পাশে হারানো চশমা খুঁজতে গিয়ে পা পিছলে জলকদর খালের পানিতে পড়ে মৃত্যু বরণ করে।

আরও পড়ুন  সোনাইছড়ি খালে মাছ ধরতে গিয়ে আরফাতের মৃত্যু