গণ্ডামারা ইউনিয়ন আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠন সমূহের মত বিনিময় সভা সফলভাবে সম্পন্ন
আজ পহেলা জানুয়ারি রোজ শনিবার বেলা ১১ ঘটিকায় গণ্ডামারা-বড়ঘোনা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম নাঈম উদ্দীন মাহফুজের সঞ্চালনায় ও ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মোস্তফা আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ নেতা নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম, মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এম মালেক মানিক, সিটি কলেজ ছাত্রলীগের জিএস ও মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জাহেদুল হক চৌধুরী মার্শাল, হাসান মুরাদ চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদার বাবুল, ইউনিয়ন আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক ছুফি আলম, আওয়ামিলীগ নেতা আনোয়ারুল ইসলাম (বাদশা), ৯নং আওয়ামিলীগের সভাপতি ওয়াহিদ উল্লাহ, ২নং আওয়ামিলীগের সাধারণ সম্পাদক নূরুল আলম, ৮নং আওয়ামিলীগের সভাপতি মূছা সিকদার, ৫নং ওয়ার্ডের সভাপতি দিদার,৪ নং ওয়ার্ড সভাপতি দিদার, ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ (বাদশা) আওয়ামিলীগ নেতা হারুন, মোঃ নবী, আবু, আমু, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান গণী, ২নং যুবলীগ নেতা আজগর হোছাইন, খলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শওকত হোছাইন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সভাপতি এমরান উদ্দীন, মহসিন কলেজ ছাত্রলীগের সদস্য শুয়াইবুল ইসলাম চৌধুরী, জিসান সহ উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময় সভায় বক্তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত আওয়ামিলীগ পরিবার কে ঐক্যবদ্ধ হয়ে দেশরত্ন শেখ হাসিনা ও চট্টগ্রাম ১৬ আসনের মাননীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর হাত কে শক্তিশালী করার আহবান জানানো হয়। সবশেষে আওয়ামিলীগ নেতা নুরুল মোস্তফা সিকদারের জ্বালাময়ী বক্তব্য ও মোস্তফা আলীর সমাপনি বক্তব্যের মাধ্যমে মতবিনিময় সভা সমাপ্ত হয়।