Search
Close this search box.
Search
Close this search box.

গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ফ্রী ব্লাড নির্ণয় কর্মসূচি

গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী ফ্রী ব্লাড নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন।

আজ ১৩ই নভেম্বর রোজ শনিবার গণ্ডামারা ইউনিয়নের পশ্চিম বড়ঘোনা রহমানিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ফ্রী ব্লাড ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

অত্র মাদ্রাসার সহ-সুপার আলহাজ্ব মাওলানা নোমান এর উদ্বোধনের মাধ্যমে সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ২ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হওয়ায় ক্যাম্পিংয়ে ৪ শতাধিক প্লাস শিক্ষার্থী ও এলাকাবাসীর গ্রুপ নির্ণয় করা হয়।

সহযোগিতায় ছিলেন অভিযাত্রীক ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় এডমিন আর এস রিমন দাদা, পটিয়া শাখার এডমিন রিসান ও বোয়ালাখালী শাখার আব্দু রহিম।

গণ্ডামারা-বড়ঘোনা ব্লাড ব্যাংকের এডমিন শাহাব উদ্দীন তালুকদার এর তত্বাবধানে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন কলিম উল্লাহ মিসবাহ, এ আর আনিস, শরুফুদ্দীন সৌরভ, হাবিব সিকদার, আব্দু রহিম, আব্বাস, তাজিম উদ্দীন, লেয়াকত প্রমূখ।

রক্তের চাহিদা পূরণে নতুন রক্তদাতা তৈরির লক্ষ্যে উক্ত ক্যাম্পিং পরিচালনা করা হয় বলে জানিয়ে এডমিন প্যানেল।

আরও পড়ুন  বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন এর বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান