Search
Close this search box.
Search
Close this search box.

গন্ডামারায় নিহত শ্রমিকদের পরিবারের হাতে ক্ষতিপূরণের চেক হস্তান্তর

চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে গত ১৭এপ্রিল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে  আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে  নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পেয়েছেন এককালীন ২ লাখ টাকা ও আহত শ্রমিক পেয়েছেন ৫০ হাজার টাকার অনুদান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী)  আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।  বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে  স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া,  বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।

আরও পড়ুন  আজ সজীব ওয়াজেদ এর জন্মদিন