চট্টগ্রামের বাঁশখালীতে নির্মাণাধীন এস.এস. পাওয়ার প্ল্যান্টে গত ১৭এপ্রিল দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত শ্রমিকদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার পেয়েছেন এককালীন ২ লাখ টাকা ও আহত শ্রমিক পেয়েছেন ৫০ হাজার টাকার অনুদান। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি’র সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম জাকারিয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী।