চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকুপ ইউনিয়নের সন্তান এডভোকেট আরিফুল হক তায়েফ গন অধিকার পরিষদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার সদস্য সচিব নিযুক্ত হয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর ও মোঃ রাশেদ খাঁন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জনাব তায়েফ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ মোক্তার আহমেদ এর সন্তান।
এই তরুণ রাজনীতিবিদ আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম থেকে এলএলবি অনার্স, এলএলএম ডিগ্রি অর্জন করে এডভোকেটশীপ সনদ নিয়ে বর্তমানে জজ কোর্ট চট্টগ্রামে আইন পেশায় নিয়োজিত আছেন।
জনাব তায়েফ জানান,’ আমি ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনে সক্রীয় ভূমিকা পালন করে গণ অধিকার পরিষদ এর সাথে যুক্ত হই। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিনামূল্যে আইনি সহায়তা সহ ছাত্র আন্দোলনে অগ্রগামী ভূমিকা রাখি। বর্তমানে যুগ্ম সদস্য সচিব আইনজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটিতে যুক্ত আছি। ভবিষ্যতে গণমানুষের অধিকার নিয়ে কাজ করতে চাই।
উল্লেখ্য গণঅধিকার পরিষদ বাংলাদেশের একটি রাজনৈতিক দল। ২০২১ সালের ২৬ অক্টোবর দলটি প্রতিষ্ঠিত হয় ও ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন লাভ করে। দলটির নির্বাচনী প্রতীক হলো ট্রাক।