গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার কাউন্সিল গতকাল ১৯শে জুন (শনিবার) গাউছিয়া হাশেমী কমিটি বাঁশখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ আবুল হোসেনের সভাপতিত্বে শায়ের মনির উদ্দিন কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক ও আল্লামা হাশেমী ইসলামী মিশন বাংলাদেশের চেয়ারম্যান শাহজাদা কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব হারুনুুর রশিদ চৌধুরী, জনাব শহিদুল ইসলাম, মৌলানা ওজাইর, গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ কামাল উদ্দীন তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মাষ্টার আব্দুল মন্নান, ৭নং সরল ইউনিয়নের সভাপতি আব্দুল আজিজ, ও সাধারণ সম্পাদক মান্নান তালুকদার প্রমুখ।
কাউন্সিলে অতিথিরা বলেন, বিপদগামী যুবকদের সঠিক পথের সন্ধান দিতে গাউছিয়া হাশেমী কমিটি নিরলস ভাবে কাজ যাচ্ছে। সন্ত্রাস, মাদকাসক্ত, চুরি, ডাকাতি, চরিত্রের অধঃপতনের এই সময়ে দেশ ও সমাজকে বিশেষ করে যুবকদেরকে বাচাঁনোর জন্য রাসূল (দ.) এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। আর রাসূল(দ.) এর আদর্শ শিক্ষা সর্বস্তরের কাছে পোঁছেদেওয়ার জন্য বিভিন্ন মূখী কাজ করে যাচ্ছে গাউছিয়া হাশেমী কমিটি- বাংলাদেশ।
এতে সবার সম্মতিতে হাফেজ আবুল হোসেনকে পূনরায় সভাপতি, শায়ের মনির উদ্দিন কাদেরীকে সাধারণ সম্পাদক, মাষ্টার এম. দিদারুল আলম কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয়।