বাঁশখালীর ঐতিহ্যবাহী সংগঠন হাজিগাঁও অগ্রণী ক্লাব ও অগ্রণী পাঠাগার এর উদ্যোগে বিনামূল্যে কোভিড-১৯ টিকার নিবন্ধন ও টিকা (Vaccine) কার্ড বিতরণ সম্পন্ন হয়েছে। নিবন্ধন প্রক্রিয়ার অংশ হিসেবে দু'সপ্তাহ ব্যাপী চলমান এ কার্যক্রমে সর্বমোট ৪৭৬ জনকে নিবন্ধন ও টিকা (Vaccine) কার্ড পৌঁছে দিয়েছে ক্লাব কতৃপক্ষ।
ক্লাব সভাপতি ইমতিয়াজ আরাফাত এর মতে মানুষের দৌরগোঁড়ায় গিয়ে বিনামূল্যে নিবন্ধন ও টিকা কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করেছি আমরা। আমাদের এই কার্যক্রমে এলাকাবাসী সর্বাত্নক সহযোগিতা করেছে।
মহামারী কোভিড এর ভয়াবহতা গ্রামীণ পর্যায়ে যে হারে বৃদ্ধি পেয়েছে নিবন্ধনকৃত সবাই যথাসময়ে নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে কোভিড-১৯ টিকা গ্রহণ করলে তা কিছুটা হলে ও হ্রাস করা সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020