
দীর্ঘ দুই শতাব্দীরও অধিককাল ধরে ইসলামের সুশিক্ষা, কোরআন- সুন্নাহর প্রকৃত অনুসরণ ও তাসাউফের জ্ঞানে মানবতার আত্মিক জাগরণে নিয়োজিত সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার অন্যতম কেন্দ্র—পবিত্র মির্জাখীল দরবার শরীফের পূর্বত্মন সাজ্জাদানশীন হজরত ১ম শাহ জাহাঁগীর শেখুল আরেফীন সৈয়দ মৌলানা মোখলেসুর রহমান (ক.), হজরত ২য় শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আবদুল হাই (ক.), হজরত ৩য় শাহ জাহাঁগীর শমসুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ মকছুছুর রহমান (ক.) এর পদাঙ্ক অনুসারে শুক্রবার, সকাল সোয়া নয়টার সময় সিলসিলাহ-ই-আলীয়াহ জাহাঁগীরিয়ার, মির্জাখীল দরবার শরীফের সাজ্জাদানশীন ও পীর-মুর্শিদ- হজরত ৪র্থ শাহ জাহাঁগীর তাজুল আরেফীন সৈয়দ মৌলানা মুহাম্মদ আরেফুল হাই (ক.) দুনিয়ার মায়া ত্যাগ করে চিরন্তন প্রভুর সান্নিধ্যে গমন করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তেকালে দেশ-বিদেশের বিভিন্ন সিলসিলাহ'র সকল সাজ্জাদানশীন, সারা দেশের ভক্ত-মুরিদ, আশেক ও অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া। জ্ঞানের আলো, আধ্যাত্মিকতার দিশা ও মানবসেবায় উনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।হজরতের (ক.) নামাজে জানাজা শনিবার ফজরের নামাজের পর পবিত্র মির্জাখীল দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তাঁর জানশীন ও সাহেবে সাজ্জাদাহ হজরত ৫ম শাহ জাহাঁগীর মৌলানা সৈয়দ মুহাম্মদ মকসুদুর রহমান (ক.)।
সম্পাদক ও প্রকাশক : পারুল আকতার
ইমেইল : banshkhaliexpress@gmail.com
www.banshkhaliexpress.net | সর্বস্বত্ব সংরক্ষিত | কপিরাইট আইনে নিবন্ধিত | © CW26020