চট্টগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের হোতা এনএসআইয়ের জালে

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফেসবুকে, হোয়াটসঅ্যাপে গ্রুপ এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আদিব (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার পুকুরিয়া ইউনিয়নের চানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিণ বরুমছড়া চানপুর গাজী বাড়ি এলাকার আবুল কাশেমের পুত্র।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) চট্টগ্রাম এর সূত্র অনুযায়ী জানা যায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার ব্যবহৃত মোবাইল ফোন থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্রের বিভিন্ন নমুনা উদ্ধার করা হয়।

সূত্র আরো জানায়, চলতি বছরের এসএসসি পরীক্ষার শুরুতে বাঁশখালীতে প্রশ্ন ফাঁস করার ভূয়া প্রচেষ্টা করে একটি চক্র অর্থ হাতিয়ে নেয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে । পরীক্ষার্থীদের, অভিভাবকদের প্রলোভন দেখিয়ে প্রশ্ন সংগ্রহ করে দিবে বলে বিপুল অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা তথ্য এনএসআই একটি অনুসন্ধানী দলের কাছে আসলে সেই ভিত্তিতে যাচাই-বাছাই করে তথ্য-প্রমাণ সংগ্রহ করে এই অভিযান পরিচালনা করা হয় । এভাবেই জালে ধরা পড়ে মোহাম্মদ আদিব নামের সেই যুবক।

পুলিশ জানায় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সমন্বয়ে অভিযানে আদিবকে আটক করা হয়।

বিষয়টি বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, ‘ সে গোপনে নিজে কিছু গ্রুপ খুলে কিছু নমুনা প্রশ্ন বিক্রির চেষ্টা চালাচ্ছিল। ঘটনা বেশিদূর যাওয়ার আগেই সে পুলিশের জালে ধরা পড়ে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা চলমান।

আরও পড়ুন  আনোয়ারাতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার বৃক্ষরোপণ কর্মসূচি ও বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন